বঙ্গবন্ধু সেতু-জামালপুর রুটে সড়ক ও রেল চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ১০:৫৯ এএম, ১৭ আগস্ট ২০১৭

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুপূর্ব-জামালপুর রুটে বুধবার থেকে রেল চলাচল বন্ধ হয়ে গেছে। সেই সঙ্গে বৃহস্পতিবার থেকে টাঙ্গাইল-ভূঞাপুর-তারাকান্দি সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, যমুনায় ব্যাপক হারে পানি বৃদ্ধি পাওয়ায় বঙ্গবন্ধু সেতুপূর্ব-জামালপুর রেললাইনে বুধবার সরিষাবাড়ি উপজেলার কালিবাড়ি নামকস্থানে রেললাইনের ওপর পানি উঠে যোগাযোগ বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার তারাকান্দির কাউয়ামারা এলাকায় বাঁধ ভেঙে যমুনার পানি রেললাইনে প্রবেশ করেছে। জোকারচর-তারাকান্দি বাঁধ ভেঙে যাওয়ায় সড়ক ও রেল যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি অচল হয়ে পড়েছে।

ফলে তারাকান্দি সার কারখানা থেকে পশ্চিম ও দক্ষিণাঞ্চলে সার সরবরাহ বন্ধ হয়ে গেছে। সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।

এ প্রসঙ্গে ভূঞাপুর রেল স্টেশন মাস্টার আব্দুল কাদের জানান, বুধবার থেকে বঙ্গবন্ধু সেতুপূর্ব-জামালপুর রুটে রেল যোগাযোগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। যমুনার পানি কমলে এবং রেললাইন সচল হলে পুনরায় ওই লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হবে বলেও জানান তিনি।

আরিফ উর রহমান টগর/এএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।