কিশোরগঞ্জে পিকআপ ভর্তি গাঁজাসহ আটক ১
কিশোরগঞ্জে পাচারের সময় ৫০ কেজি গাঁজাসহ মো. জসিম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।
রোববার বিকেলে কিশোরগঞ্জ-ভৈরব সড়কে সদর উপজেলার চৌদ্দশত এলাকা থেকে পিকআপ ভর্তি এ গাঁজা উদ্ধার করা হয়। এ সময় পিকআপটিও আটক করা হয়।
আটক জসিম কুমিল্লার জেলার দেবিদ্বার উপজেলার চরবাকার এলাকার আনু মিয়া সরকারের ছেলে। কিশোরগঞ্জ জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে একটি পিকআপ ভর্তি গাঁজার চালান ময়মনসিংহের তারাকান্দা এলাকায় যাচ্ছিল। গোপনে এ খবর পেয়ে জেলা ডিবি পুলিশ কিশোরগঞ্জের বাজিতপুর এলাকায় অবস্থান নেয়।
বেলা ৩টার দিকে গাঁজাভর্তি পিকআপটি থামার সংকেত দিলে সেটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশও পিকআপটি ধাওয়া করে। পরে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত এলাকায় পিকআপটি থামিয়ে গাঁজা উদ্ধারসহ মাদক ব্যবসায়ী জসিমকে আটক করে।
এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে বলেও জানান ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।
নূর মোহাম্মদ/এএম/আরআইপি