ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে আটক ৫৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৯:০৯ পিএম, ২৮ আগস্ট ২০১৭

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ।

গতকাল সোমবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকায় চালানো এ অভিযানে ৫৫ জনকে আটক করা হয়েছে।

জেলা পুলিশের বিশেষ শাখার ডিআইও-১ মো. ইমতিয়াজ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, সোমবার দিনভর সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৫৫ জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা সবাই নিয়মিত বিভিন্ন মামলার এজহারভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঈদের আগের দিন পর্যন্ত এ অভিযান চলবে বলেও জানান তিনি।

আজিজুল সঞ্চয়/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।