কিশোরগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৯:০২ এএম, ২৯ আগস্ট ২০১৭

কিশোরগঞ্জের ভৈরবে স্ত্রীকে হত্যার দায়ে রমজান আলী নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজান আলী ব্রাহ্মণবাড়িয়া জেলার সুলতানপুর গ্রামের মো. সিরাজ মিয়ার ছেলে। রায় ঘোষণার সময় আসামি রমজান আলী আদালতে উপস্থিত ছিলেন। মামলার অপর দুই আসামিকে খালাস দিয়েছেন আদালত।

মামলার বিবরণে জানা গেছে, জেলার ভৈরব উপজেলার শম্ভুপুর এলাকায় স্ত্রী পারভিনকে নিয়ে ভাড়া থাকতেন রমজান আলী। ২০১৩ সালের ২৮ অক্টোবর রাত ৮টার দিকে পারিবারিক কলহের জের ধরে রমজান আলী তার স্ত্রী নববধূ পারভিনকে শ্বাসরোধ করে এবং ইট দিয়ে মুখ ও মাথা থেতলে নৃশংসভাবে হত্যা করে। হত্যার পর বাড়ির পাশে একটি ডোবাতে পারভিনের মরদেহ ফেলে রাখে রমজান।

এ ঘটনায় পারভীনের বাবা বাদী হয়ে পরদিন রমজান আলী, তার উকিল শ্বশুর ভৈরবের শম্ভুপুর এলাকার দাইবাড়ি এলাকার জয়নাল ও তার স্ত্রী ইয়াসমিনকে আসামি করে ভৈরব থানায় একটি মামলা রুজু করেন। তদন্ত শেষে পুলিশ ২০১৪ সালের ১৬ মে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

নূর মোহাম্মদ/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।