চাটখিলে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার
নোয়াখালীর চাটখিল উপজেলায় অভিযান চালিয়ে লক্ষীপুর জেলার শীর্ষ সন্ত্রাসী তারেক আজিজকে (২২) দেশি বন্দুকসহ আটক করেছে পুলিশ। রোববার রাত পৌনে ১টার দিকে উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের রোহিতখোলা গ্রাম থেকে তাকে আটক করা হয় । আটক আবদুল আজিজ তারেক ওরফে তারেক আজিজ পার্শ্ববর্তী লক্ষীপুরের চন্দ্রগঞ্জ থানার চাঁদুপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে।
চাটখিল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম উদ্দিন জানান, রাতে রোহিতখোলা গ্রামে টহল পুলিশের গাড়ি দেখে সন্ত্রাসী তারেক আজিজ দৌঁড়ে পালানোর সময় তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে একটি দেশি বন্দুক উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, সন্ত্রাসী তারেক আজিজের বিরুদ্ধে লক্ষীপুরে একাধিক মামলা রয়েছে। এছাড়া চাটখিলে অস্ত্রসহ আটকের বিষয়ে থানায় একটি অস্ত্র আইনে মামলা হয়েছে।
মিজানুর রহমান/এআরএ/পিআর