চামড়া বোঝাই নৌকা ডুবে দুই ব্যবসায়ীর মৃত্যু
কিশোরগঞ্জের ইটনায় কোরবানির পশুর চামড়াবাহী নৌকা ডুবে ইব্রাহিম (৫০) ও আব্দুল মজিদ (৬০) নামে দুই ব্যবসায়ীর মৃত্যু মৃত্যু হয়েছে। সোমবার সকালে সীমান্তবর্তী মিঠামইন উপজেলার ঢাকি ইউনিয়নের উলুয়ার হার এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।
নিহত ইব্রাহিম মৃগা ইউনিয়নের গজারিয়া গ্রামের মৃত আব্দুল গণির ছেলে এবং আব্দুল মজিদ উজারকান্দা গ্রামের মৃত আব্দুল মন্নাছের ছেলে।
ইটনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার রাতে ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের গজারিয়া এলাকা থেকে একটি চামড়া বোঝাই ছোট নৌকা নিয়ে পাঁচজন ব্যবসায়ী করিমগঞ্জ উপজেলার চামড়া বন্দরের দিকে যাচ্ছিলেন। গভীর রাতে প্রবল ঢেউয়ের তোড়ে সিলনীর হাওরে নৌকাটি ডুবে যায়। এ সময় অন্য যাত্রীরা সাঁতরে হাওরে একটি গাছে আশ্রয় নিলেও পানিতে ডুবে নিখোঁজ হয় ২ জন। পরে সকালে পানিতে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নূর মোহাম্মদ/আরএআর/পিআর