মাধবদীতে দুটি সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০১:২৩ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০১৭

নরসিংদীর মাধবদীতে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যান খাদেপড়াসহ পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।

বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী ও নারায়ণগঞ্জের সীমান্তবর্তী এলাকা কান্দাইল বাসস্ট্যান্ড ও বিকেলে মাধবদীর পৌলানপুরে এ হতাহতের ঘটনা ঘটে।

এদিকে সকালে দুর্ঘটনার পরপর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টা পর দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধারের পর যানচলাচল স্বাভাবিক হয়।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। একই সঙ্গে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়।

নিহতরা হলেন মাধবদী থানা পুলিশের আমদিয়া ইউনিয়নের কান্দাপাড়া এলাকার আব্দুর রহমান (৬৫) ও তার ছেলে রবিউল ইসলাম (২০), একই গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে সুমি বেগম (২০), সুজন মিয়া (২০) ও পার্শ্ববর্তী চানগাঁও হাটখোলা গ্রামের আলী আকবরের স্ত্রী হেনা বেগম (৩০), চিত্তরঞ্জন বর্মন (৪৫)। তারা সবাই বাসের যাত্রী।

এদিকে সাথী পরিবহনের দুর্ঘটনায় চালক জুয়েল মিয়া (২০) ও অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মনোহরদী থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস কান্দাইল বাসস্ট্যান্ডে যাত্রী নেয়ার জন্য অপেক্ষা করছিল। ওই সময় পেছন থেকে আসা দ্রুতগামী একটি কাভার্ডভ্যানের সামনের চাকা বিস্ফোরিত হয়ে সামনে দাঁড়ানো যাত্রীবাহী বাসকে সজোড়ে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী বাসটি ছিটকে পাশের একটি খাদে পড়ে পানিতে তলিয়ে যায়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটি গিয়ে যাত্রীবাহী বাসের উপর পড়ে। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। আহত হন ২০ জন। আহতদের মধ্যে ঢাকায় নেয়ার পর চিত্তরঞ্জন বর্মন নামে আরও একজন মারা যান।

মাধবদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস আহম্মেদ জানিয়েছেন, নিহতদের স্বজনরা লাশ নিয়ে গেছেন। এ ঘটনায় থানায় পুলিশ বাদী হয়ে মামলার প্রস্তুতি চলছে।

এদিকে বিকেল ৪টার দিকে নরসিংদীর মাধবদীর পৌলানপুরে সাথী পরিবহনের একটি যাত্রীবাহী লেগুনা বাস নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ দুইজন মারা গেছে। বিকেল সাড়ে ৩টার দিকে নরসিংদী রেলস্টেশন থেকে যাত্রী নিয়ে মাধবদী যাচ্ছিল গাড়িটি। পথিমধ্যে মাধবদীর পৌলানপুর এলাকায় পৌঁছলে ব্রেক ফেল হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়ির চালক জুয়েল মিয়াসহ এক নারী ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় আরও ৬ জন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

সঞ্জিত সাহা/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।