খোলপেটুয়ার বাঁধ ভেঙে চার গ্রাম প্লাবিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৯:০৪ এএম, ০৯ সেপ্টেম্বর ২০১৭

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে চার গ্রামের নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। ভেসে গেছে শতাধিক মাছের ঘের ও সহস্রাধিক বিঘা ফসলি জমি।

প্রতাপনগরের হরিশখালি পয়েন্টে খোলপেটুয়া নদীর ২০০ ফুট বেড়িবাঁধ ভেঙে যায় বৃহস্পতিবার গভীর রাতে। তবে গত দুই দিনেও সেটি সংস্কার করা সম্ভব হয়নি। শনিবার সকাল থেকে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ভাঙন কবলিত বেড়িবাঁধ সংস্কারের চেষ্টা করছেন স্থানীয়রা।

উপজেলার প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জানান, অনেক দিন আগে থেকেই খোলপেটুয়া নদীর বেঁড়িবাধ ঝুঁকিপূর্ণ ছিল। পানি উন্নয়ন বোর্ডকে বারবার বললেও কোনো পদক্ষেপ নেয়নি। বাঁধ ভেঙে হরিশখালী, মাদারবাড়িয়া, তালতলা ও প্রতাপনগর গ্রামের নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে।

আকরামুল ইসলাম/এফএ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।