কটিয়াদীতে দুর্ষর্ধ ডাকাতি, দুই নারীসহ আহত ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ১১:৫৭ এএম, ১১ সেপ্টেম্বর ২০১৭

কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার পূর্বগ্রামে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার রাতে ৫-৬ জনের ডাকাতদল পূর্ব গ্রামের আবু বকর সিদ্দিকের বাড়ির একটি কক্ষের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে।

বাড়ির লোকজনকে জিম্মি করে ৪টি কক্ষের স্টিলের আলমারি ভেঙে ১২ ভরি স্বর্ণালংকারসহ মোটা অংকের টাকা লুট করে নিয়ে যায় ডাকাতরা।

এ সময় ডাকাত দলের হামলায় আহত হন গৃহকর্তা আবু বকর সিদ্দিক, তার বোন হুসনে আরা পারভীন ও ভাগ্নি মীম। তাদের মধ্যে হুসনে আরাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ও বাকিদের কটিয়াদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কটিয়াদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানী বলেন, ধারণা করা হচ্ছে চেতনানাশক ওষুধ ব্যবহার করে বাড়ির লোকজনকে অচেতন করে মালামাল চুরি করতেই দুর্বৃত্তরা ঘরে ঢুকে। বাড়ির লোকজন সজাগ হয়ে পড়ায় তাদের ওপর হামলা চালানো হয়।

এ ঘটনায় কটিয়াদী থানায় একটি মামলা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশাপাশি ডাকাতির সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

নূর মোহাম্মদ/এএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।