রোহিঙ্গাদের জন্য জামা-কাপড় দিলেন সাতক্ষীরার তরুণরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ১১:১৮ এএম, ১৪ সেপ্টেম্বর ২০১৭

নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের জন্য জামা-কাপড় দিলেন সাতক্ষীরার তরুণরা। সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাছে চারটি বস্তা ও ১৬টি প্যাকেটে করে ছেলে ও মেয়েদের জন্য জামা-কাপড় তুলে দেয়া হয়।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ে ‘আনন্দ দল’ ও ‘স্বপ্নচূড়া’ নামক দুটি স্বেচ্ছাসেবী দলের সদস্যরা জামা-কাপড়গুলো সংগ্রহ করে জেলা প্রশাসক কার্যালয়ে জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন- এই দুই স্বেচ্ছাসেবী দলের সদস্য গাজী শাহরিয়ার সোহাগ, সৈয়দ নওশিন, শুভ, ফারহাদ, আরাফাত, মেহেদী, মুসফিক, জিমু, শিহাব, গোমাল, ইশমাম জাহিদ, মৌসহ দলের অন্যান্য সদস্যরা।

এ বিষয়ে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীন জাগো নিউজকে বলেন, আমি একটু বাইরে রয়েছি। জেলা প্রশাসন কার্যালয়ে জমাকৃত জামা-কাপড়গুলো সেখানে পাঠানোর ব্যবস্থা করা হবে।

আকরামুল ইসলাম/এএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।