টেকনাফ অভিমুখে হেফাজতের লংমার্চ ঘোষণা
মিয়ানমারে মুসলিম রোহিঙ্গা গণহত্যা বন্ধ ও পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার দাবিতে কক্সবাজারের টেকনাফ অভিমুখে লংমার্চ করার ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম।
রোববার দুপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে জেলা হেফাজতে ইসলাম এ কর্মসূচি ঘোষণা করে।
বেলা ১১টার দিকে পৌরশহরের লোকনাথ দিঘির ময়দান থেকে হেফাজতে ইসলামের উদ্যোগে বিশাল একটি বিক্ষোভ বের হয়। এতে হেফাজত ও ইসলামী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন মাদরাসার কয়েকশ ছাত্র-শিক্ষক অংশ নেন।
বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কাউতলীস্থ সৌধ হিরন্ময় চত্বরে গিয়ে শেষ হয়। পরে ওই চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ থেকে নির্বিচারে রোহিঙ্গা মুসলিম গণহত্যার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মুফতি মোবারক উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা হেফাজতে ইসলামের উপদেষ্টা আল্লামা আশেক-ই-এলাহী ইব্রাহিমী, সহ সভাপতি মাওলানা সাজিদুর রহমান, মাওলানা আবদুল হক ও মাওলানা শামছুল হক প্রমুখ।
সভায় মাওলানা সাজিদুর রহমান রেহিঙ্গা মুসলিম গণহত্যা বন্ধ ও পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নিতে সংগঠনের পক্ষে কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচি অনুযায়ী আগামী বুধবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বিক্ষোভ এবং বৃহস্পতিবার সিলেট থেকে টেকনাফের উদ্দেশে লংমার্চ যাত্রা করবে।
আজিজুল সঞ্চয়/এফএ/আইআই