উল্লাপাড়ার সেই দুই স্টেশন মাস্টারের বহিষ্কারাদেশ প্রত্যাহার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১২:০৬ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৭
ফাইল ছবি

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশনে সংসদ সদস্য তানভীর ইমাম পড়ে যাওয়ার ঘটনায় সাময়িক বরখাস্ত হওয়া সেই দুই স্টেশন মাস্টারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

পাকশী রেল বিভাগের ডিভিশনাল ম্যানেজার (ডিআরএম) অসিম কুমার তালুকদার বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করে জানান, তদন্তে স্টেশন মাস্টার এসএম সামসুল আলম ও সহকারী স্টেশন মাস্টার আব্দুল বাতেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় গত ১৮ সেপ্টেম্বর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। পরে তাদের স্বপদে যোগদান করতে নির্দেশ দেয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর উল্লাপাড়া স্টেশনে ঢাকাগামী চিত্রা আন্তঃনগর ট্রেনে স্ত্রীকে তুলে দিয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে সাংসদ তানভীর ইমাম পড়ে গিয়ে আহত হন। এ ঘটনায় সাংসদের লোকজন স্টেশন মাস্টারকে মারপিট করে। পরে সাংসদ রেল কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দিলে দুই স্টেশন মাস্টারকে সাসপেন্ড করা হয়।

ইউসুফ দেওয়ান রাজু/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।