ঈশ্বরদীতে সহকারী ভূমি কর্মকর্তাকে পিটিয়ে জখম
পাবনার ঈশ্বরদীতে চাঁদা না পেয়ে একদল সন্ত্রাসী ভূমি কর্মকর্তা জয়নাল আবেদীনকে পিটিয়ে জখম করেছে। রোববার দুপুরে অফিস থেকে ঈশ্বরদী শহরস্থ বাড়ি ফেরার পথে তার উপর এ হামলা চালানো হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, গোকুল নগর এলাকার একদল সন্ত্রাসী জয়নালের নিকট বিভিন্ন সময় চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ার কারণে সন্ত্রাসীরা তার পথরোধ করে মারপিট করেছে।
সহকারী কমিশনার (ভূমি) মুকুল কুম্রা মৈত্র জানান, খবর পেয়ে ঈশ্বরদী থানায় অভিযোগ করা হয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত ঈশ্বরদী থানায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছিল।
ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাস জানান, মামলা দায়েরের পর আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আলাউদ্দিন আহমেদ/এআরএ/আরআই