ঋণ কেড়ে নিল কলেজছাত্রের প্রাণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০২:৫৯ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৭

সিরাজগঞ্জে ঋণের টাকা পরিশোধ করতে না পেরে উল্লাপাড়া ডিগ্রি কলেজের ছাত্র নাজমুল হোসেন (১৮) আত্মহত্যা করেছে।

সোমবার দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নাজমুল উপজেলা শ্যামপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে ও উল্লাপাড়া ডিগ্রি কলেজের মানবিক শাখার ২য় বর্ষের ছাত্র।

নাজমুলের বাবা আমজাদ হোসেন জানান, আমার ছেলে একই গ্রামের মন্টু মিয়া ও মোফাজ্জলের কাছ থেকে বেশ কিছুদিন আগে ৩০ হাজার টাকা ঋণ করে। ঋণের বিষয়টি পরিবারের কেউ জানত না। গত রোববার বিকেলে ঋণদাতারা বাড়িতে এসে টাকা পরিশোধের জন্য চাপ দেয়। পরে ওই রাতে নাজমুল তার শোবার ঘরে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ পড়ে। রাতেই তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে তার মৃত্যু হয়।

উল্লাপাড়া মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পবিত্র কুমার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করে জানান, মৃত্যুর খবর শুনেছি। তবে এখনও থানায় কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ইউসুফ দেওয়ান রাজু/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।