ফরিদপুরে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
ফরিদপুরের চরভদ্রাসনে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টার উপজেলার গাজিরটেক ইউনিয়নের চর সরবান্দিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- ওই গ্রামের শেখ মোতালেবের মেয়ে লামিয়া (৮) ও শেখ মোস্তফার মেয়ে আফরোজা (৯)। নিহতরা সম্পর্কে চাচাতো বোন। তাদের বাবা সৌদি আরব প্রবাসী।
নিহতদের পারিবারিক সূত্র জানায়, শিশু দুটি দুপুরে খাওয়া দাওয়া করে বাড়ির সামনে খেলতে যায় প্রায় এক ঘণ্টা অতিবাহিত হলেও তারা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাদেরকে প্রতিবেশীদের বাড়িতে খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির সামনের পুকর পাড়ে শিশু দুটির স্যান্ডেল দেখতে পায়। পরে স্থানীয়রা পুকুরে খোঁজাখুঁজি করে শিশু দুটিকে উদ্ধার করে দ্রুত চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আবুল কালাম আজাদ তাদেরকে মৃত ঘোষণা করেন।
নিহত লামিয়া ও আফরোজা স্থানীয় একটি বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে লেখাপড়া করত।
গাজিরটেক ইউনিয়নের পরিষদের (ইউপি) সদস্য মো. মাসুদ মোল্যা পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এস.এম. তরুন/আরএআর/জেআইএম