মোবাইল চার্জ দিতে গিয়ে প্রাণ গেল মাদরাসাছাত্রের
কিশোরগঞ্জের তাড়াইলে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শাহনূর মিয়া (১৬) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যার পর উপজেলার ধলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শাহনূর ওই গ্রামের পরশ মিয়ার ছেলে এবং ধলা বহুমুখী আলিম মাদরাসার আলিম শ্রেণির ছাত্র।
ধলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মবিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যার পর শাহনূর মিয়া নিজের ঘরে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নূর মোহাম্মদ/আরএআর/আরআইপি