গায়ে কেরোসিন ঢেলে লক্ষ্মীপুরে নারীর আত্মহত্যা
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার-কল্যাণ পরিদর্শিকা (এফডাব্লিডভি) অঞ্জনা রানী সাহা (৫২) গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা করেছে। বুধবার সকালে শহরের রতনপুর এলাকার তার নিজ বাড়ির টয়লেট থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত অঞ্জনা রানী উপজেলার রতনপুরের মৃত মতি লাল সাহার স্ত্রী।
পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে অঞ্জনা রানী বাথরুমে গিয়ে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে তিনি অগ্নিদগ্ধ হয়ে মারা যান।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, কয়েক বছর ধরে অঞ্জনা রানীর মেয়ে মানসিক রোগে ভুগছেন। মেয়ের অসুস্থতা ও ছেলের বখাটেপনার কারণে তিনি মানুসিকভাবে ভেঙে পড়েন। এছাড়া পরিবারের অন্যদের সঙ্গে তাঁর প্রায়ই কলহ চলছিল। আর এরই জেরে তিনি মঙ্গলবার রাতের কোনো এক সময় সবার অগোচরে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা করতে পারেন।
রামগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। বাড়ির বাথরুম থেকে একটি দিয়াশলায় ও কেরোসিনের বোতলের আলামত জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।
কাজল কায়েস/এআরএ/আরআই