বাবার কাছে চাঁদার টাকা না পেয়ে ছেলের ওপর হামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৬:২২ এএম, ০২ অক্টোবর ২০১৭

সিরাজগঞ্জের কামারখন্দে ক্ষুদ্র ব্যবসায়ী বাবার কাছে চাঁদার টাকা না পেয়ে পারভেজ হাসান পল্লব (১৭) নামে কলেজ পড়ুয়া ছেলের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে উপজেলার পাঁচ বাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত রাজু একই উপজেলার চক শাহবাজপুর গ্রামের আতিকুর রহমান বুলবুলের ছেলে ও নাটোরের গুরুদাসপুর মাহফুজুর রহমান কারিগরি কলেজের একাদশ প্রথম বর্ষের ছাত্র। তাকে আশঙ্কাজনক অবস্থায় সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতের বাবা আতিকুর রহমান বুলবুল বলেন, আমি একজন ক্ষুদ্র মনোহরী দোকানদার। গত ৩০ সেপ্টেম্বর শনিবার চালা এলাকার আব্দুল করিম সরকারের ছেলে রাজু সরকারসহ (২৫) ১০/১২ জন আমার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। ওই চাঁদার টাকা না দিলে আমাকে ও আমার সন্তানদেরকে মারপিটের হুমকি দেয় তারা।

রোববার রাতে পাঁচবাড়িয়া এলাকা থেকে হেঁটে বাড়ি ফিরছিল আমার ছেলে পল্লব। পাঁচবাড়িয়া মাদরাসার কাছে পৌঁছালে রাজু ও তার সঙ্গীরা ৪/৫টি মোটরসাইকেলযোগে এসে হামলা চালায়। এ সময় তারা হকিস্টিক দিয়ে পিটিয়ে আমার ছেলেকে আহত করে পালিয়ে যায়। পরে পথচারীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।

কামারখন্দ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবাইদা খান জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ও দায়ীদেরকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।