নতি স্বীকার করে রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে মিয়ানমার : নাসিম
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিশ্ব নেতাদের চাপের মুখে নথি স্বীকার করে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাধ্য হবে মিয়ানমার।
তিনি বলেন, মিয়ানমার সরকার বর্বর, তারা নিজের দেশের মানুষকে হত্যা করেছে, নির্যাতন ও ধর্ষণ করেছে। পালিয়ে নিরীহ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে বাংলাদেশ সরকার। সেই সঙ্গে স্বাস্থ্যসেবা ও খাদ্যসহ মানবিক সাহায্য দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে।
সোমবার বিকেলে ৬৩৬ কোটি টাকা ব্যয়ে সিরাজগঞ্জের শিয়ালকোলে নির্মাণাধীন শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের কাজের অগ্রগতি পরিদর্শনকালে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
বাংলাদেশ সফরে আসা মিয়ানমারের মন্ত্রীকে স্বাগত জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপনি দেখুন আপনাদের দেশের নাগরিকরা ঘরবাড়ি ছেড়ে এসে কত কষ্ট পাচ্ছে। তাদের ফিরিয়ে নিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করুন। আমরা কোনো যুদ্ধ চাই না, আমরা শান্তিপূর্ণভাবে এইসঙ্কটের সমাধান চাই।
সিরাজগঞ্জের চলমান উন্নয়ন চিত্র তুলে ধরে মোহাম্মদ নাসিম বলেন, দ্রুতগতিতে শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের কাজ চলছে। জাতীয় নির্বাচনের আগেই কলেজের শিক্ষাবর্ষ চালু হবে।
পরিদর্শনকালে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবু নুর মোহাম্মদ শামসুজ্জামান, পৌর মেয়র আব্দুর রউফ ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আজিমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইউসুফ দেওয়ান রাজু/এএম/আইআই