কিশোরগঞ্জে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ২
কিশোরগঞ্জে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও তিনজন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাকুন্দিয়া উপজেলার তাইলছিয়া গ্রামের মো. মফিজ (৫০) ও মিলন খাঁ।
কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার শওকত জাহান জানান, পাকুন্দিয়া থেকে কিশোরগঞ্জগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা পাঁচজন গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পিকআপ ভ্যানের ড্রাইভারকে আটক করা হয়েছে বলেও তিনি জানান।
নূর মোহাম্মদ/আরএআর/আরআইপি