লক্ষ্মীপুরে পাইপগান-গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার


প্রকাশিত: ০৩:২২ এএম, ১৮ জুন ২০১৫

লক্ষ্মীপুর সদরের পালেরহাট এলাকার চিহ্নিত সন্ত্রাসী ইসমাইল গাজীকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ।  গ্রেফতারের পর তাকে নিয়ে বুধবার রাত ১১ টার দিকে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে একটি দেশীয় পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ইসমাইলের বিরুদ্ধে পুলিশের ওপর হামলাসহ একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

ইসমাইল  হামছাদীর পূর্ব গোপীনাথপর গ্রামের অবসরপ্রাপ্ত সৈনিক শহীদ উল্যাহ গাজীর ছেলে। কয়েক মাস আগে তিনি জামিনে কারাগার থেকে বেরিয়ে সন্ত্রাসী তৎপরতা চালিয়ে আসছেন বলে অভিযোগ রয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, ইসমাইলকে গ্রেফতার করতে বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা সহকারী পুলিশ সুপার (সদর) জুনায়েত কাউছারের নেতৃত্বে গোয়েন্দা (ডিবি) পুলিশ লক্ষ্মীপুর-পালেরহাট সড়কে অভিযান চালায়। এসময় ওই সড়কের পথিমধ্যে একটি সিএনজি চালিত অটোরিকশা থামিয়ে ইসমাইলকে গ্রেফতার করা হয়। পরে স্বীকারোক্তি মতে তাকে নিয়ে বাড়ি থেকে পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

লক্ষ্মীপুর জেলা সহকারী পুলিশ সুপার (সদর) জুনায়েত কাউছার জাগো নিউজকে জানান, ইসমাইল দায়িত্ব পালনকালে পুলিশকে ছুরিকাঘাত ও একটি ডাকাতি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। এছাড়া তিনি পালেরহাট ও আশপাশ এলাকায় চাঁদাবাজি ও মুক্তিপণ আদায়সহ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।

কাজল কায়েস/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।