বগুড়ায় সাবেক পৌর মেয়র জাহাঙ্গীর গ্রেফতার
নাশকতার পরিকল্পনার অভিযোগে দুপচাঁচিয়া পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির বহিষ্কৃত নেতা জাহাঙ্গীর আলমকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত গভীর রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জাহাঙ্গীর আলম দুপচাঁচিয়া পৌর এলাকার আফতাব উদ্দিনের ছেলে।
দুপচাঁচিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়েছে।
লিমন বাসার/আরএআর/আরআইপি