বিয়ের আগের দিন বর নিখোঁজ, এক সপ্তাহেও সন্ধান মেলেনি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ১১:৩২ এএম, ০৫ অক্টোবর ২০১৭

বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন, বাড়িতে আত্মীয় স্বজনের আগমন, রাত পোহলেই কনে আনতে বর যাবে কনের বাড়িতে। দেখা হবে দুইজনের। অথচ এর আগের দিন বর নিখোঁজ। বন্ধ হয়ে গেল বিয়ের আনুষ্ঠানিকতা। সেই সঙ্গে গত এক সপ্তাহে সন্ধান না পাওয়ায় বরের পরিবারের লোকজন উদ্বগ্ন হয়ে পড়েছে।

বর নিখোঁজের এই ঘটনাটি ঘটেছে গত ২৮ সেপ্টম্বর বৃহস্পতিবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাশতৈল ইউনিয়নের উত্তর পেকুয়া গ্রামে। বরের নাম ইউসুফ আলী (৩০)। তার বাবার নাম আব্দুল্লাহ হেল কাফী। ইউসুফ আলী পার্শ্ববর্তী বাসাইল উপজেলার টেঙ্গুরিয়াপাড়া ফাজিল মাদরাসার আরবি বিভাগের প্রভাষক বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

সম্প্রতি পরিবারের পক্ষ থেকে ইউসুফের সঙ্গে জামালপুর জেলা সদরের সরকারি উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় বিভাগের সহকারী শিক্ষক আব্দুল হালিম মিয়ার কন্যার সঙ্গে বিয়ে ঠিক হয় এবং ২৯ সেপ্টেম্বর বিয়ের দিন ধার্য করা হয়।

গত ২৯ সেপ্টেম্বর শুক্রবার ছিল বিয়ের দিন। এ উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়। বৃহস্পতিবার বিকেলে ইউসুফের বড় ভাই ইব্রাহীম তক্তারচালা বাজার থেকে মোবাইণ ফোনে কথা বলে ইউসুফকে বাজারে আসতে বলেন। ইউসুফ বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে সন্ধ্যায় বাড়ি না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খুঁজতে থাকেন।

পরে তার কোনো খোঁজ না পেয়ে শুক্রবার তার বড় ভাই ইব্রাহীম মির্জাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করে। ইউসুফ আলী নিখোঁজের এক সপ্তাহ পার হলেও কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

বৃহস্পতিবার ইউসুফের বড় ভাই ইব্রাহীমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, এক সপ্তাহেও ইউসুফের কোনো সন্ধান না পেয়ে আমরা পরিবারের সবাই উদ্বিগ্ন। তার বর্তমান অবস্থা সম্পর্কেও আমরা কিছু বলতে পারছি না।

ইউসুফ আলীর কর্মস্থল টেঙ্গুরিয়া ফাজিল মাদরাসার সুপার এ এফ এম করিম বলেন, ইউসুফকে আমরা ভালো ছেলে হিসেবে জানি। সে কোনো সমস্যায় আছে কিনা তা কখনও আমাদের জানায়নি। তার আকস্মিক নিখোঁজের খবরটি আমাদেরকে উদ্বিগ্ন করে তুলেছে।

মির্জাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক বলেন, ইউসুফের ভাই ইব্রাহীম বাদী হয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন। তবে বিভিন্ন গোপন তথ্যের ভিত্তিতে অনুমান করা যায়, তিনি নিজেই আত্মগোপন করে থাকতে পারেন। তাকে উদ্ধারের জন্য পুলিশ সর্বাত্মকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এস এম এরশাদ/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।