জমি অধিগ্রহণের প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
সাভারের আশুলিয়ায় একটি কলেজের জমি অধিগ্রহণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। অবরোধের কারণে নবীনগর-কালিয়াকৈর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানচলাচল বন্ধ ছিল।
বৃহস্পতিবার দুপুরে ওই মহাসড়কের বাইপাইল পয়েন্টে বিক্ষোভ মিছিল ও অবরোধ করে গাজীরচট এএম উচ্চ বিদ্যালয় ও কলেজের দুই সহস্রাধিক শিক্ষার্থী। এসময় আশপাশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও তাদের সঙ্গে যোগ দেয়।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযোগ করেন, পোষাক শ্রমিকদের জন্য আবাসিক ভবন নির্মাণের জন্য বাইপাইল মৌজায় গাজীরচট এএম উচ্চ বিদ্যালয় ও কলেজের পাঁচ একর জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। বিদ্যালয় কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আসলেও জেলা প্রশাসন অধিগ্রহণের সিদ্ধান্ত বহাল রাখে।
এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। অবরোধ চলে বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত।
অবরোধ শেষে আয়োজিত সমাবেশে ঢাকা জেলা প্রশাসক (ডিসি), সহকারী জেলা প্রশাসক ও আশুলিয়ার সহকারি ভূমি কমিশনারকে অদক্ষ ও অযোগ্য উল্লেখ করে তাদের পদত্যাগ দাবি করে অবরোধকারীরা। অবিলম্বে ভূমি অধিগ্রহণের সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে আরো কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
আল-মামুন/এসকেডি/এসএইচএস/আরআই