বরিশালের শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলানোর হুমকি


প্রকাশিত: ১০:৫১ এএম, ১৮ জুন ২০১৫

শর্তহীনভাবে শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল না দিলে সকল স্কুল, কলেজে ও মাদরাসায় তালা ঝুলবে বলে হুঁশিয়ারি উচ্চারণ দিয়েছেন জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট বরিশাল আঞ্চলিক কমিটি। এ সময় সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে অবিরাম ধর্মঘট পালনেরও ঘোষণা দেওয়া হয়।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফ্রন্টের আঞ্চলিক আহ্বায়ক অধ্যক্ষ মহসিন-উল ইসলাম হাবুল এ ঘোষণা দেন।

তিনি বলেন, যেদিন থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নতুন পে-স্কেল অনুযায়ী বেতন ভাতা পাবেন, সেদিন থেকেই বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক-কর্মচারীদের শর্তহীনভাবে নতুন পে-স্কেল অনুযায়ী বেতন ভাতা দিতে হবে। তা না হলে অনির্দিষ্টকালের জন্য সকল স্কুল, কলেজ ও মাদরাসায় তালা ঝুলিয়ে অবিরাম ধর্মঘট পালন করা হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অধ্যক্ষ হাবুল আরো বলেন, শিক্ষক-কর্মচারীরা কঠোর অবস্থানে যেতে চায় না বলেই বিভিন্ন পর্যায়ে আন্দোলন করে সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট মহলে এ বার্তা পৌঁছে দিতে চান। সরকার অনতিবিলম্বে তাদের দাবি মেনে নেবেন বলে তারা আশা প্রকাশ করেন তিনি।

এ সময় ফ্রন্টের যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ মজিবুর রহমান খান, গৌরাঙ্গ চন্দ্র কুন্ড ও অধ্যক্ষ আমিনুর রহমান খোকনসহ আরো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাইফ আমীন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।