ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে যানজট
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে গাড়ি চলছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে মহাসড়কে যানবাহনের চলাচল বৃদ্ধি পায়। পরে শুক্রবার ভোরের দিকে মহাসড়কের চন্দ্রা এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে যানজট মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের ধেরুয়া পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় স্থায়ী হয়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।
তবে সকাল ৮টার পর থেকে যান চলাচল স্বাভাবিক হলেও বেলা সাড়ে ১২টার পর থেকে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। মহাসড়কে চার লেনের কাজ করায় এ অবস্থার সৃষ্টি হচ্ছে বলে চালকরা জানিয়েছেন।
পুলিশ, চালক ও যাত্রীরা জানান, মহাসড়কের বিভিন্ন স্থান চারলেনে উন্নীতকরণের কাজ চলছে। মহাসড়কের পুরাতন সড়ক কেটে গর্ত করা এবং রাস্তার পাশের জায়গা কমে যাওয়ায় যানবাহনের গতি কমিয়ে চালানো হচ্ছে। তাছাড়া শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির কারণে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে মহাসড়কে স্বাভাবিকের চেয়ে যানবাহন চলাচল বৃদ্ধি পায়।

এছড়া রাত ৩টার পর মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় একটি ট্রাক মহাসড়কের উপর বিকল হয়ে পড়ে। এতে যানবাহন চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। ফলে যানজটের সৃষ্টি হয়। একপর্যায়ে যানজট মির্জাপুরের ধেরুয়া থেকে চন্দ্রা প্রায় ১৫ কিলোমিটার পর্যন্ত স্থায়ী হয়।
শুক্রবার সকাল ৭টার দিকে পুলিশ বিকল ট্রাকটি সরিয়ে নিলে ৮টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে মহাসড়কে যান চলাচল বেড়ে যায়। টাঙ্গাইলের দিকে যান চলাচল স্বাভাবিক থাকলেও বেলা সাড়ে ১২টার পর থেকে ঢাকার দিকে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে।
মির্জাপুর ট্রাফিক পুলিশের ইনস্পেক্টর মো. সেলিম জানান, ভোর রাত থেকে সকাল ৮টা পর্যন্ত ঢাকার দিকে যানজট ছিল। টাঙ্গাইলের দিকে যান চলাচল করলেও ঢাকার দিকে থেমে থেমে চলছে। তবে যান চলাচল স্বাভাবিক হতে সময় লাগবে বলে তিনি উল্লেখ করেন।
এস এম এরশাদ/এফএ/এমএস