ভৈরবে পুলিশ হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৩
কিশোরগঞ্জের ভৈরবে পুলিশ হত্যার সঙ্গে জড়িত আরও দুই আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন- পুলিশ হত্যার সঙ্গে জড়িত দক্ষিণ পাড়া এলাকার হানিফ মিয়ার ছেলে সজল (২২) ও বোরহান উদ্দিনের ছেলে মুরাদ মিয়া (২৮)।
এছাড়া ডাকাতির প্রস্তুতির সময় একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে মুন্নাকে (২৭) একই রাতে গ্রেফতার করে বলে পুলিশ জানায়। গ্রেফতার তিনজনকে শনিবার সকালে কিশোরগঞ্জ আদালতে চালান দেয়া হয়েছে।
গত রোববার (০১ অক্টোবর) রাতে ভৈরব সড়ক সেতুর নিচে রেলওয়ে সেতুর কাছে আরিফুল ইসলাম নামের এক পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা করে ছিনতাইকারীরা।
এ সময় পথচারী এনা পরিবহনের সুপারভাইজার ডালিমকে ছিনতাইকারীদের হাত থেকে বাঁচাতে গিয়ে ওই পুলিশ নিহত হয়। ঘটনার দুইদিন পর ৩ অক্টোবর মঙ্গলবার ভৈরব দক্ষিণ পাড়া এলাকার নাসির মিয়ার ছেলে ফারুককে গ্রেফতার করে পুলিশ।
বুধবার (০৪ অক্টোবর) কিশোরগঞ্জ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে পুলিশ হত্যার কথা স্বীকার করে আরও কয়েকজনের নাম উল্লেখ করে ফারুক। তার জবানবন্দি অনুযায়ী শুক্রবার রাতে দুইজনকে গ্রেফতার করে পুলিশ।
বুধবার রাতে ভৈরব মেঘনা পাড়ে ডাকাতির প্রস্তুতিকালে সোহাগ নামের এক ডাকাত পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়। নিহত সোহাগও পুলিশ হত্যার সঙ্গে জড়িত ছিল বলে ফারুক আদালতে জবানবন্দিতে জানিয়েছে।
ভৈরব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেসুর রহমান তিনজনকে গ্রেফতারের কথা স্বীকার করে বলেন, সজল ও মুরাদ পুলিশ হত্যার সঙ্গে সরাসরি জড়িত এবং মুন্না ডাকাতির ঘটনায় জড়িত। তাদের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, খুনসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান ওসি।
আসাদুজ্জামান ফারুক/এএম/আরআইপি