বগুড়ায় ডিবি পরিচয়ে ৫ লাখ টাকা ছিনতাই, গ্রেফতার ৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বগুড়া
প্রকাশিত: ১১:৪৩ এএম, ০৯ অক্টোবর ২০১৭

বগুড়ার শেরপুর উপজেলায় মহিপুরে বাসের দুই যাত্রীকে ডিবি পুলিশের পরিচয় দিয়ে তুলে নিয়ে গিয়ে তাদের কাছে থাকা ৫ লাখ টাকা ছিনতাই করা হয়েছে। সোমবার এ ঘটনায় থানায় অভিযোগের প্রেক্ষিতে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- আব্দুল আজিজ (৩২), কাওছার (৩০), আব্দুর রাজ্জাক (২৫), হান্নান শেখ (৩৮) ও সোহেল রানা (২৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার জামালপুর গ্রামের হজরত উল্লাহর ছেলে আবু জাফর তার নাতি তৌহিদুর রহমানকে সঙ্গে নিয়ে রোববার সকাল সাড়ে ১০টার দিকে শেরপুর শহরের ইসলামী ব্যাংক হাইওয়ে শাখা থেকে ৫ লাখ টাকা তোলেন। এরপর তারা করতোয়া গেটলক সার্ভিসের একটি বাসযোগে বগুড়া ফিরছিলেন।

পথিমধ্যে মহাসড়কের মহিপুর দুগ্ধ খামারের সামনে কালো রংয়ের একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ ১৫-৮৬৪৩) বাসটির পথরোধ করে ডিবি পুলিশের পোশাক পরিহিত ৪ জন ব্যক্তি নিজেদের ডিবির সদস্য বলে পরিচয় দেয়।

এরপর নানা-নাতিকে তাদের মাইক্রোবাসে তুলে চোখ বেঁধে ফেলে। পরে তাদের অনেক ঘোরাঘুরি করে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভুইঁয়াগাতী বাসস্ট্যান্ডের অদূরে বিকেলের দিকে ৫ লাখ টাকা নিয়ে চলে যায়।

এ ঘটনায় রোববার রাতেই আবু জাফর বাদী হয়ে শেরপুর থানায় একটি অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে শেরপুর থানা পুলিশের ওসি খান মো. এরফান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা টাকা ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন।

এ ব্যাপারে শেরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

লিমন বাসার/এএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।