স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় নসিমন চালকের দণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০১:২৮ পিএম, ১১ অক্টোবর ২০১৭
প্রতীকী ছবি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ৫ম শ্রেণির এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে লিটন খান (২৬) নামে এক নসিমন চালককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ অাদালত।

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ অাব্দুল্লা সাদিক এ ভ্রাম্যমাণ অাদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত নসিমন চালক লিটন গোয়ালন্দ নবু ওয়াছিউদ্দিন পাড়ার খলিল উদ্দিনের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ অাব্দুল্লা সাদিক এর সত্যতা নিশ্চিত করেছেন।

রুবেল/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।