দৌলতদিয়ায় ৪ কিলোমিটার গাড়ির সারি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৮:৫৮ এএম, ১৪ অক্টোবর ২০১৭
ফাইল ছবি

নদীতে নাব্যতা সংকটের কারণে দেশের গুরুত্বপূর্ণ নৌ-রুট দৌলতদিয়া প্রান্তে ফেরি পারের অপেক্ষায় রয়েছে শত শত যানবাহন।

শনিবার দুপুরে দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের চার কিলোমিটার এলাকার সড়কে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের সারি।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৭টি ছোট-বড় ফেরির মধ্যে মাত্র ১২টি চলাচল করছে। ৫টি ফেরি মেরামত করা হচ্ছে। তবে রোরো ফেরি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ও ইউটিলিটি ফেরি রজনী গন্ধা ২ ঘণ্টা পর চলাচল করতে পারবে। ফেরিগুলো চলাচল করতে পারলে ঘাটে গাড়ি পারাপারে কোনো সমস্যা হবে না।

রুবেলুর রহমান/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।