ছাত্রদলের সাবেক নেতা খোকন ৩ দিনের রিমান্ডে
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে তার দুই সহযোগীরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
রোববার ফরিদপুরের এক নম্বর আমলি আদালতে খোকনকে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চায় পুলিশ। আসামি ও বাদিপক্ষের শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক হামিদুল ইসলাম। খোকনের অপর দুই সহযোগী হলেন মোহাম্মদ আলী ভূঁইয়া ও সোহাগ গাজী।
ফরিদপুরের এক নম্বর আমলি আদালতের জিআরও সুবীর সাহা জানান, দু`পক্ষের শুনানি শেষে আদালতের বিচারক ছাত্রদল নেতা আনিসুর রহমান ও তার দুই সহযোগীর জামিন আবেদন নাকচ করে প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত মঙ্গলবার পুলিশ আদালতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত রোববার শুনানির দিন ধার্য করেছিল।
প্রসঙ্গত, গত সোমবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের তেঁতুলতলা এলাকা থেকে আনিসুর রহমান তালুকদারসহ তিনজনকে গ্রেফতার করে র্যাব-৮।
পরে মঙ্গলবার র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের ডিএডি মো. জিয়াউল হক বাদি হয়ে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।
এসএম তরুন/এআরএ/বিএ/আরআই