রাজবাড়ীতে ইলিশ ধরার দায়ে ৪০ জেলের সাজা
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ী জেলা সদরের পদ্মা নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে ৪০ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে পৃথকভাবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নুরমহল আশরাফী ১৯ জনকে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদু্ল ইসলাম, শাহ মো. সজিব ও সাবরিনা সারমিন ২১ জনকে ভ্রাম্যামাণ আদালত পরিচালনার মাধ্যমে এ কারাদণ্ড দেন।
এ সময় ১৯ জন জেলেকে ১০ দিন ও ২১ জন জেলেকে ৭ দিন করে কারাদণ্ড দেয়া হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. মজিনুর রহমান জানান, জেলা মৎস্য অধিদফতর এবং জেলা প্রশাসনের অভিযানে রাজবাড়ী জেলা সদরের পদ্মা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে পৃথকভাবে ৪০ জন জেলেকে আটক করা হয়। এ সময় ৮০ হাজার মিটার জাল ও ১১৫ কেজি মাছ জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জাল আগুনে পোড়ানো হয় এবং মাছগুলো বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় দেয়া হয়। আটক জেলেদের পৃথক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।
অভিযানে অতিরিক্ত জেলা প্রাশসক (রাজস্ব) মো. আব্দুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মো. মজিনুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নুরমহল আশরাফী, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম, শাহ মো. সজিব, উপজেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী ও ২৪ ব্যাটালিয়ান আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
রুবেলুর রহমান/আরএআর/জেআইএম