বেগমগঞ্জে ৪ মাদক ব্যবসায়ী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১১:৩৪ এএম, ১৮ অক্টোবর ২০১৭

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার গণিপুর এলাকা থেকে অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

এ সময় ওই চার মাদক ব্যবসায়ীর কাছ থেকে গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকা জব্দ করা হয়েছে। বুধবার সকাল ৬টায় উপজেলার চৌমুহনী পৌরসভার ৫নং ওয়ার্ড থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ওই এলাকার তোফায়েল আহমদের ছেলে মো. ফারুক প্রকাশ টুনা (৩৫), মৃত বসু মিয়ার ছেলে তোফায়েল আহমদ (৫৯), তোফায়েল আহমদের ছেলে মো. বাসু (৩৬) ও মৃত আ. কাইউমের ছেলে মো. দুলাল (৩৩)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে চৌমুহনী পৌরসভার ৫নং ওয়ার্ডের গনিপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৪৫০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৬২ হাজার ৫২০ টাকাসহ চার মাকদ ব্যবসায়ী আটক করা হয়েছে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেগমগঞ্জ থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

মিজানুর রহমান/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।