পাবনায় অস্ত্র মামলায় যুবকের ১৭ বছর কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ১১:৫৬ এএম, ১৮ অক্টোবর ২০১৭

পাবনায় অস্ত্র মামলায় এক যুবককে ১৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্ত হাবিবুল্লাহ (৩৫) পাবনার আটঘরিয়া উপজেলার ষাটগাছা এলাকার আব্দুস সামাদের ছেলে।

আদালত সূত্র জানা গেছে, ২০১১ সালে পাবনার আটঘরিয়া থানা পুলিশ হাবিবুল্লাহকে একটি দেশীয় বন্দুক ও কার্তুজসহ আটক করে। ওইদিনই তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে পুলিশ।

দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার দুপুরে পাবনার অতিরিক্তি জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক শারনিম আক্তার আসামি হাবিবুল্লাহকে ১৭ বছর সশ্রম কারাদণ্ডের রায় দেন। রায় ঘোষণার সময় আসামি হাবিবুল্লাহ আদালতে উপস্থিত ছিলেন।

একে জামান/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।