সোনাইমুড়ীতে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী বেলায়েত গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৭:৩১ এএম, ১৯ অক্টোবর ২০১৭
ছবি-প্রতীকী

নোয়াখালীর সোনাইমুড়ীতে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার পলাতক আসামি বেলায়েত হোসেন হাড্ডিকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারের পর বুধবার রাতে উপজেলার সোনাপুর ইউয়িনের ধন্যপুর গ্রাম থেকে তার স্বীকরোক্তি অনুযায়ী অস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ।

সোনাইমুড়ী থানা পুলিশের ওসি ইসমাইল মিঞা জাগো নিউজকে বলেন, সোনাইমুড়ী থানায় হত্যাসহ ৫টি মামলার পলাতক আসামি ও সোনাপুর ইউনিয়নের ধন্যপুর গ্রামের ওয়ার্ড যুবদলের সভাপতি বেলায়েত হোসেন হাড্ডি দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে চলাচল করে আসছে।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ বজরা বাজার থেকে তাকে গ্রেফতার করে। পরবর্তীতে তার দেয়া তথ্য অনুযায়ী বুধবার গভীর রাতে পুলিশ তার গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার করে।

তিনি আরও জানান, বেলায়েত হোসেন হাড্ডি সোনাইমুড়ী থানায় তালিকাভুক্ত একজন সন্ত্রাসী। দীর্ঘ দিন ধরে এলাকায় সন্ত্রাসী ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম করে আসছিলেন তিনি।

মিজানুর রহমান/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।