ভিজিডির চাল কম দেয়ায় ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ
ভিজিডির চাল কম দেয়ায় বিক্ষুব্ধ জনতার নিয়ন্ত্রণে তিন ঘণ্টা অবরুদ্ধ ছিলেন সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রঞ্জন রায়। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে ইসলামকাটি ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।
তালা উপজেলা সমবায় অফিসার মোদাচ্ছের হোসেন জানান, ১২৩ জন দুঃস্থ নারী চাল নেয়ার জন্য ইউনিয়ন পরিষদে জড় হন। চেয়ারম্যান রঞ্জন রায় যোগসাজশ করে তাদেরকে জন প্রতি ২২ কেজি করে চাল দেন। ঘটনাটি জানাজানি হলে বঞ্চিতরা বিক্ষুব্ধ হয়ে উঠেন। তারা চেয়ারম্যানকে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসে সবাইকে বাকি চাল দিয়ে শান্ত করেন এবং চেয়ারম্যানকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি আমি শুনেছি। আগেও ওই চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিডি চাউল কম দেওয়ার অভিযোগ উঠেছিল।
এসএস/আরআইপি