সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১০:৫৮ এএম, ২৩ অক্টোবর ২০১৭

নোয়াখালীতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সোনালী ব্যাংকের পাঁচ কর্মকর্তাকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার সকালে তাদেরকে জেলার বিভিন্ন স্থান থেকে আটক করে নোয়াখালী বিচারিক আদালতে পাঠানো হয়েছে।

আটকরা হলেন- সোনালী ব্যাংক কিশোরগঞ্জের ডিজিএম মীর আবদুল লতিফ, প্রধান শাখার সুপারিনটেনডেন্ট প্রকৌশলী সামছুদোহা আহাদ,নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা শাখার সিনিয়র অফিসার জাকের উল্যাহ, সুবর্ণচর উপজেলা শাখার ব্রাঞ্চ ম্যানেজার মোস্তাক আহম্মদ ও ফেনী সদর উপজেলা কমপ্লেক্সের এসিস্ট্যান্ট অফিসার এম এ রহমান ।

দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মশিউর রহমান জাগো নিউজকে জানান, আটকরা ২০১২-১৩ সালে সোনালী ব্যাংক নোয়াখালী প্রিন্সিপাল শাখায় কর্মরত থাকা অবস্থায় কবিরহাটের নিজাম উদ্দিন ফারুক নামে এক গ্রাহককে ডলফিন সি ফুড প্রোডাক্টস প্রতিষ্ঠানের নামে দুই কোটি টাকা ঋণ দেন। কিন্তু উক্ত প্রতিষ্ঠানের মালিক ঋণ নিয়ে সে প্রতিষ্ঠানে বিনিয়োগ না করে অর্থ্যাৎ মাছ কোল্ড স্টোর না করে তিনি তার অন্য একটি প্রতিষ্ঠান পেট্রল পাম্পের কাজে লাগান। পরবর্তীতে ডলফিন সি ফুড প্রোডাকস রুগ্ন প্রতিষ্ঠান হিসেবে দেখানো হয়।

তিনি আরও জানান, এ বিষয়ে সোনালী ব্যাংক মামলা করলে দুর্নীতি দমন কমিশন বিষয়টি অনুসন্ধান করে এবং তদন্তকারী কর্মকর্তা হিসেবে তাকে দায়িত্ব দেয়া হয়। তদন্ত করে ব্যাংকের দুই কোটি টাকা ঋণ প্রদান ও আত্মসাতে গ্রাহককে সহযোগিতা করার সত্যতা খুঁজে পাওয়া যায় আটক পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে।

মিজানুর রহমান/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।