নরসিংদীতে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৯:৪৮ এএম, ২৪ অক্টোবর ২০১৭

নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কের চৈতাব নামক এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার চৈতাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার আব্দুল মান্নানের ছেলে বিল্লাল হোসেন (২৫) ও অপর নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, দুপুরে মাধবদী থেকে মোটরসাইকেলটি নরসিংদীর দিকে যাচ্ছিল। ঢাকা-সিলেট মহাসড়কের চৈতাব এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। পরে স্থানীয়দের দেয়া খবরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

পাঁচদোনা পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা ইউসুফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকাবাসী জানিয়েছে- একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে এখনো তা নিশ্চিত হওয়া যায়নি। আমরা দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করেছি। মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সঞ্জিত সাহা/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।