নোয়াখালীতে ছাত্রলীগ সভাপতির ওপর হামলার প্রতিবাদ
নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ (আমাউমেক) শাখার সভাপতি মনির হোসেনের ওপর হামলার প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে ক্লাস বর্জন ও মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে মেডিকেলে কলেজে ক্যাম্পাসে তারা এ কর্মসূচি পালন করে।
মানববন্ধনে অংশগ্রহণকারী সন্ধানী ক্লাব ও ছাত্রলীগ কমিটির শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, মেডিকেল কলেজে ভর্তি নবাগত শিক্ষার্থীদের অভ্যর্থনা জানানোকে কেন্দ্র করে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দুটি সংগঠন মেডিসিন ও সন্ধানী ক্লাবের কয়েকজন শিক্ষার্থীদের মধ্যে সোমবার দুপুরে কথাকাটাকাটি হয়।
পরবর্তীতে কলেজের অধ্যক্ষের অনুরোধে ছাত্রলীগের সভাপতি মনির হোসেনসহ সিনিয়র কয়েকজন শিক্ষার্থী উদ্যোগ নিয়ে উভয়কে শান্ত করার চেষ্টা করেন। কিছুক্ষণ পর আবার উত্তেজনা দেখা দেয় এবং একপর্যায়ে মেডিসিন ক্লাবের সদস্যদের হাতে ছাত্রলীগ সভাপতি মনির হোসেন আহত হয়। এ ঘটনার প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানিয়ে তারা ক্লাসবর্জন করে এ কর্মসূচি পালন করে।
এই পরিস্থিতিতে বেলা ১১ টার দিকে মেডিকেলে কলেজে একাডেমিক কাউন্সিলের এক সভা হয়। এতে উপস্থিত ছিলেন নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ মামুনুর রশিদ কিরনসহ মেডিকেল কলেজের শিক্ষকরা।
এ বিষয়ে মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মীর হামিদুর রহমানের মুঠোফোনে বার বার কল দেয়ার পরও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
তবে একাডেমিক কাউন্সিল সভায় উপস্থিত স্বাধীনতা চিকিৎসক (স্বাচিপ) নোয়াখালী শাখার সাধারণ সম্পাদক ডা. মাহবুবু রহমান জাগো নিউজকে বলেন, একাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্তমতে ফিজিওলোজির বিভাগের প্রধান প্রফেসর ডা. উজির আজম খানকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য দুই সদস্য হলেন- সার্জারি বিভাগের প্রধান প্রফেসর ডা. আনোয়ারুল হক এবং প্রফেসর ডা. জহিরুল ইসলাম।
তদন্ত কমিটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত করে বৃহস্পতিবার বেলা ১২টায় জরুরি একাডেমিক কাউন্সিল সভায় তদন্ত প্রদিবেদন জমা দেবেন এবং তদন্ত প্রতিবেদনের পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
মিজানুর রহমান/এএম/আইআই