১৯ দফা বাস্তবায়নে সুগার মিল শ্রমিক-কর্মচারীদের মিছিল-সমাবেশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৬:৩২ এএম, ২৬ অক্টোবর ২০১৭

দাবি বাস্তবায়নে গেইট মিটিং, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাবনা সুগার মিল শ্রমিক-কর্মচারীরা। বৃহস্পতিবার সকালে মিলের প্রধান ফটকে এ সমাবেশ করেন তারা। এ সময় প্রায় আড়াই ঘণ্টা কর্মবিরতি পালন করা হয়।

১৯ দফা বাস্তবায়নের দাবিতে সেক্টর কর্পোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশন সমন্বয় পরিষদ এর কর্মসূচির অংশ হিসাবে ২০১৫ সালের ১ জুলাই থেকে জাতীয় মজুরী স্কেল ঘোষণার দাবিতে তারা এ সমাবেশ পালন করে। এর আগে একটি বিক্ষোভ মিছিল কারখানার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, কোনো আইন বুঝি না, কাগজ বুঝি না, যেদিকে নিয়ে যাবেন সেদিকে যাব তবে হিস্যা চাই। ২০১৫ এর সুপারিশ অনুযায়ী আমাদের প্রত্যাশিত জাতীয় মজুরি স্কেল ঘোষণার দাবি জানাচ্ছি। জমি কতটুকু দেবেন? আমরা আখ লাগাব। মিলের পরিচালক মাহবুবুর রহমান এ কোনো অযৌক্তিক কোনো নিয়ম মানব না।

এ সময় পাবনা সুগার মিলের ওয়ার্কার্স ইউনিয়নের শ্রমিক-কর্মচারীরা মিল পরিচালক মাহবুবুর রহমানকে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন।

jagonews24

পাবনা সুগার মিলের ওয়াকার্স ইউনিয়নের সভাপতি ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান উজ্জ্বলের পরিচালনায় শ্রমিক-কর্মচারীদের মধ্যে সমাবেশে আরিফুর রহমান আরিফ, সাজেদুল ইসলাম শাহিন, রবিউল ইসলাম রবি, মঞ্জুরুল ইসলাম, আনোয়ার হোসেন, আবু তাহের তালুকদার, মনিরুল ইসলাম, এস্কেন্দার আলী, রমজান আলী প্রমুখ বক্তব্য রাখেন।

আলাউদ্দিন আহমেদ/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।