বেগমগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় এক শিশুর মৃত্যু


প্রকাশিত: ০৭:৪৯ এএম, ২৬ জুন ২০১৫

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী-চাটখিল সড়কের আপানিয়া ব্রিজের কাছে কাভার্ড ভ্যানের চাপায় রিপাত (১০) নামে এক শিশুর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা পৌনে ১১টার সময় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শিশু রিপাত পার্শ্ববর্তী সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের পূর্ব চাঁদপুর গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে।

স্থানীয় এলাকাবাসীরা জানান, বেলা পৌনে ১১টার সময় শিশু রিপাত আপানিয়া ব্রিজের নিকট রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান শিশুটিকে চাপা দিলে ঘটাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুদ্ধ এলাকাবাসী চৌমুহনী-চাটখিল-ঢাকা সড়ক অবরোধ করেন। খবর পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলোচনার পর প্রায় দেড় ঘণ্টা পর সড়ক অবরোধ তুলে নেন বিক্ষুদ্ধ এলাকাবাসী।

এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জাগো নিউজকে জানান, ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

মিজানুর রহমান/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।