দিনাজপুরে পুলিশি অভিযানে আটক ৮১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৭:০০ এএম, ২৮ অক্টোবর ২০১৭
ছবি-প্রতীকী

দিনাজপুরে অভিযান চালিয়ে ৩৪ মাদক ব্যবসায়ীসহ ৮১ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত দিনাজপুর জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

আটকদের কাছ থেকে ১২৩ পিস ইয়াবা, ৩১ বোতল ফেনসিডিল, ৫৪৫ গ্রাম গাঁজা, ৯৫ পিস অ্যাম্পুল ইনজেকশন, দেড় লিটার চোলাই মোদ উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট থানায় পৃথক ৩৪টি মামলা দায়ের হয়েছে। শনিবার বেলা ১১টায় আটক ৮১ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুমের ওয়ার্লেস অপারেটর মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এমদাদুল হক মিলন/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।