ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসা ছাত্র হত্যায় মূল অভিযুক্ত গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে দেলোয়ার হোসেন হৃদয় (২৫) নামে এক মাদরাসাছাত্রকে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত রিফাতকে (১৭) গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।
সোমবার দুপুর পৌনে ১২টার দিকে কিশোরগঞ্জের ভৈরব উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। রিফাত ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের মেড্ডা এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন জাগো নিউজকে জানান, রিফাত ব্রাহ্মণবাড়িয়া থেকে পালানোর চেষ্টা করছিল। তার মুঠোফোন ট্র্যাক করে ভৈরব সেতুর কাছ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান জাগো নিউজকে জানান, এ হত্যাকাণ্ডের জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না। সবাইকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
এর আগে রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় পূর্ব মেড্ডা স্কুল-মসজিদ এলাকায় বাড়ি থেকে ডেকে নিয়ে হৃদয়সহ আরও দুই যুবককে ছুরিকাঘাত করে একই এলাকার ছিব্বাতুল্লা ও রিফাত। পরে আহতদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন। নিহত হৃদয় শহরের কান্দিপাড়াস্থ জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসায় কিতাব বিভাগে পড়তেন বলে জানিয়েছেন পরিবারের লোকজন।
আজিজুল সঞ্চয়/এফএ/এমএস/জেআইএম