দিনাজপুরে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় অনুপস্থিত ৩৩২২ জন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ১০:৪০ এএম, ০৬ নভেম্বর ২০১৭
ফাইল ছবি

দিনাজপুরে জেএসসি পরীক্ষার চতুর্থ দিনে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় ৩ হাজার ৩২২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। গড় অনুপস্থিতির হার ১.৪৫ শতাংশ। এদিন পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে পাঁচজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার জেএসসি পরীক্ষার চতুর্থ দিনে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২ লাখ ২৮ হাজার ৪৬৭ জন পরীক্ষার্থীর ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় অংশ গ্রহণ করার কথা। কিন্তু ২ লাখ ২৫ হাজার ১৪৫ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। অনুপস্থিত ছিল ৩ হাজার ৩২২ জন।

দিনাজপুর শিক্ষা বোর্ডের দেয়া তথ্য অনুয়ায়ী, রংপুরে ৫১৯ জন, গাইবান্ধায় ৩৯৭ জন, নীলফামারীতে ৩৩৬ জন, কুড়িগ্রামে ৪৮৪ জন, লালমনিরহাটে ৩০৪ জন, দিনাজপুরে ৬২৮ জন, ঠাকুরগাঁওয়ে ৪৩৭ জন, পঞ্চগড়ে ২১৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

দিনাজপুর শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. মানিক অনুপস্থিতির সংখ্যা নিশ্চিত করে জানান, গতবার জেএসসি পরীক্ষায় ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় অনুপস্থিতির হার ছিল ১.২৫ শতাংশ। এবার তা ০.২০ শতাংশ বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ১.৪৫ শতাংশে।

এমদাদুল হক মিলন/আরএআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।