বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ১০ নভেম্বর ২০১৭

পূর্ব শত্রুতার জের ধরে বগুড়ায় আবু সাঈদ (৩০) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ৯টার দিকে বগুড়া শহরের কলোনী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাঈদ বগুড়া শহরের কলোনী লতিফপুরের ইসাহাক আলী শেখের ছেলে। তার বড় ভাই শামসাদ বগুড়া জেলা যুবলীগের নেতা।

বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আছলাম আলী জানান, ঘটনার সময় কলোনী চিটাগাং হোটেলের সামনে দুর্বৃত্তরা সাঈদের ওপর হামলা চালায়। এ সময় তারা ধারালো অস্ত্রের আঘাতে সাঈদের সারা শরীর ক্ষতবিক্ষত করে পালিয়ে যায়। পরে স্থানীয় জনতা সাঈদকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ মাঠে নেমেছে।

ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আশুতোষ মিত্র জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার আগেই আবু সাঈদ মারা যায়। তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।

আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।