পরকীয়ার জেরে শিশুকে গলা কেটে হত্যা করল বাবা
নরসিংদীতে আট মাসের এক শিশুকে গলা কেটে হত্যা করেছে তার পাষণ্ড বাবা। মঙ্গলবার রায়পুরা উপজেলার মরজালে শিশু মাহিনকে হত্যার পর রাতে পার্শ্ববর্তী এলাকা কান্দাপাড়ায় আত্মীয়ের বাড়ি থেকে বাবা আপন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় শিশুটির মা মারুফা আক্তার বাদী হয়ে তার স্বামী ও তার পরকীয়া প্রেমিকা আফরোজা বেগমের নামে মামলা দায়ের করেন।
পুলিশ সূত্রে জানা যায়, শিশু মাহিনকে হত্যা করার পর বাবা আপন মিয়া গা ঢাকা দেয়। আমরা শিশুটির মা মারুফার সঙ্গে কথা বলে জানতে পারি তারা আনোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকত। বিয়ের পর কয়েক দিন যেতে না যেতে মালিকের ছেলের বউ (আফরোজা বেগম) এর সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। সেই থেকে সংসারে প্রায়ই ঝগড়া লেগে থাকত। এপর থেকে তাকে নিযার্তন করত। নির্যাতন সহ্য না করতে পেরে সে বাবার বাড়িতে চলে যায়।
গত রোববার শ্বশুর তাকে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে নিয়ে আসেন। এরপর সকালে আপন মিয়া নিজ সন্তানকে গলা কেটে হত্যা করে।
এ ব্যাপারে নিহতের মা মারুফা থানায় দুই জনের নাম উল্লেখ্য করে মামলা দায়ের করেন।
রায়পুরা থানা পুলিশের উপ-পরিদর্শক কামাল হোসেন বলেন, বাড়ির মালিক আনোয়ার হোসেনের প্রবাসী ছেলের বউয়ের সঙ্গে মারুফার স্বামী পরকীয়ায় জড়িয়ে পড়েন। এই নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে প্রায়ই ঝগড়ার বাধে। বাবার পরকীয়া প্রেমের বলিদান তার নিজ শিশু সন্তান।
সন্ধ্যায় গোপন সংবাদ পেয়ে রায়পুরা কান্দাপাড়া এলাকায় তার আত্মীয় বাড়ি থেকে তাকে আটক করি। থানায় নিয়ে এসে তাকে জিজ্ঞাসাবাদ করলে ছেলের গলা কেটে হত্যা করার কথা স্বীকার করেছে আপন মিয়া।
সঞ্জিত সাহা/এমএএমস/এমএস