নৌকার কোনো বিকল্প নেই : খন্দকার মোশাররফ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০২:৪৪ পিএম, ২৬ নভেম্বর ২০১৭

স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ বলেন, রাজেন্দ্র কলেজ শুধু লেখা পড়াই শেখায় না, নেতাও তৈরি করে। রোববার বিকেলে ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্র-ছাত্রী সংসদের (রুকসু) অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনে নৌকার কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের সাংসদ আব্দুর রহমান, সিরাজগঞ্জ-২ আসনের সাংসদ হাবিব এ মিল্লাত, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেসাম হোসেন বাবর ও অতিরিক্ত পুলিম সুপার জামাল পাশা।

আরও উপস্থিত ছিলেন, রাজেন্দ্র কলেজের সাবেক ভিপি মো. আক্কাস হোসেন, সৈদয় সোহেল রেজা বিপ্লব, অনিবেশ রায়, শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী, সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল।

সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মোশার্রফ আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন রুকসুর নির্বাচন কর্মকর্তা বর্তমানে সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ সুলতান মাহমুদ, জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মো. শামীম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, রাজেন্দ্র কলেজের ভিপি মো. কাওসার আকন্দ, জিএস তামজীদুল রশীদ চৌধুরী, ছাত্রী সম্পাদক শামিমা আক্তার, সহ-ছাত্রী সম্পাদক দিপিকা সাহা প্রমুখ।

তরুণ/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।