আ.লীগ নেতার ভাইকে পেটানোর জেরে সংঘর্ষ, আহত ৩৭

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ১১:৫৯ এএম, ০২ ডিসেম্বর ২০১৭

ফরিদপুরের নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান সিকদারের ভাই ইমদাদ সিকদারকে পেটানোকে কেন্দ্র করে নগরকান্দায় দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ৩৭ জন আহত হয়েছেন।

শনিবার সকালে উপজেলার কাইচাইল ইউনিয়নের ঝাটুরদিয়া গ্রামের সিকদারদের সঙ্গে খানদের ঝাটুরদিয়া বাজার এলাকায় সংঘর্ষ হয়।

আহতদের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, জমির সীমানা নিয়ে নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের ঝাটুরদিয়া গ্রামের হাজি মোহাম্মদ আলী সিকদারদের সঙ্গে গোলাপ খানদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।

এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় ঝাটুরদিয়া বাজারে হাজি মোহাম্মদ আলী সিকদারের ছেলে ও আওয়ামী লীগ নেতা মিজান সিকদারের ভাই ইমদাদ সিকদারকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। হামলায় গোলাপ খান, আমানত খান, ছিরু খান, আজিজুল খান, মনি খান ও রাসেল খানসহ ১০-১২ জন ছিলেন।

পরে ইমদাদ সিকদারকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে উভয়পক্ষ ঝাটুরদিয়া বাজার এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে।

বিষয়টি নিশ্চিত করে নগরকান্দা থানা পুলিশের ওসি এএফএম নাসিম বলেন, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। তবে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় কেউ মামলা করেনি বলেও জানান ওসি।

এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।