বিএনপির কোনো কর্মসূচিতে বাধা দেয়া হচ্ছে না : আইজিপি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ১১:৫৮ এএম, ০৪ ডিসেম্বর ২০১৭

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক বলেছেন, বিএনপির কোনো কর্মসূচিতে বাধা দেয়া হচ্ছে না। নির্বিঘ্নে তারা বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছে।

সোমবার বিকেলে টাঙ্গাইল পুলিশ লাইনের সামনে নবনির্মিত এসপি পার্কের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার প্রসঙ্গে আইজিপি বলেন, বিষয়টি র‌্যাব তদন্ত করছে। আশা করি এ ঘটনায় জড়িত প্রকৃত দোষীরা চিহ্নিত ও আটক হবে।

অপর এক প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় যথারীতি আইন অনুযায়ী বিচার হবে।

এসপি পার্কের উদ্বোধন শেষে আইজিপি জেলা পুলিশ সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুনাক সভানেত্রী বেগম শামসুন্নাহার রহমান। এ সময় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন, জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, পুলিশ সুপার মো. মাহবুব আলম (পিপিএম), র‌্যাবের কোম্পানি কমান্ডার বীনা রানী দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

আরিফ উর রহমান টগর/আরএআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।