বর্ণাঢ্য আয়োজনে সিরাজগঞ্জে র‌্যাব-১২’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ০৫ ডিসেম্বর ২০১৭

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে সিরাজগঞ্জে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২’র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার রাতে র‌্যাব-১২’র সদর দফতর সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুলে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বিপিএম বার।

এ সময় উপস্থিত ছিলেন র‌্যাবের সহকারী মহাপরিচালক কর্নেল আনোয়ার লতিফ খান, সিরাজগঞ্জের জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, র‌্যাব-১২ পরিচালক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, র‌্যাব-১০ পরিচালক অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক শাহাব উদ্দীন আহমেদ, সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু ইউসুফসহ র‌্যাব-১২ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পরে এক নৈশভোজের আয়োজন করা হয়। নৈশভোজ শেষে ঢাকা থেকে আগত শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন। অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ, সরকারি বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউসুফ দেওয়ান রাজু/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।